Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
P Tune Studio
Performer
Milon
Performer
COMPOSITION & LYRICS
Rohan Raj
Songwriter
PRODUCTION & ENGINEERING
Parag Biswas
Producer
Letras
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
কি মায়া যে লাগে তোরে বলি কেমনে
জানা আমায় তোর সঙ্গে লইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
সুতো কাটা ঘুড়ি পাখির মতন উড়ি
তোর শিকলে বাধা পড়তে চাই
মন শোনে না মানা
থাকিস না অচেনা
হৃদয় দিয়ে তোরে কিনতে চাই
কি পাগল বানাইলি তোরে বলি কেমনে
থাক না একটু পাশে আমার হইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
হয়ে অবুঝ পাখি করছি ডাকাডাকি
তুই ছাড়া কে আমায় মানাবে
মনের গোপন ব্যথা জমা যত কথা
তোর মত কেউ আমায় জানাবে
কি অচল বানাইলি আমি চলতেই পারেনা
হাসতে চাই তোরে বুকে লইয়া
দেখলে তোর মন উদাস হয়ে যায়
এমন করে থাকিস কেনা চাইয়া
তোর শ্যামলা তোর শ্যামলা মুখ
পাগল করেছে মানাতে তে চাই
তোরে মনের নাইয়া
Written by: Rohan Raj


