Vídeo musical

Vídeo musical

Créditos

PERFORMING ARTISTS
Syed Omy
Syed Omy
Lead Vocals
Lincon
Lincon
Performer
Amitabha Bhattacharya
Amitabha Bhattacharya
Performer
COMPOSITION & LYRICS
Lincon
Lincon
Composer
Amitabha Bhattacharya
Amitabha Bhattacharya
Songwriter
PRODUCTION & ENGINEERING
Lincon
Lincon
Producer

Letras

কে জানে মনপাখি কোন যন্ত্রণায়
একা একা কেঁদে মরে সুখের আশায়
কে জানে মনপাখি কোন যন্ত্রণায়
একা একা কেঁদে মরে সুখের আশায়
তুমি ছেড়ে দিলে হাত যাব কোথায়?
এই বুকটা যেন একটা মরুভূমি, একটা মরুভূমি
আমায় একবার জড়িয়ে ধরো তুমি, ও
আমার কোথাও ফেরবার নেই
তুফানে আর কেন ভয়?
অন্ধকারে হাতড়ে মরি
একফোঁটা আলোর সঞ্চয়
আমার কোথাও ফেরবার নেই
তুফানে আর কেন ভয়?
অন্ধকারে হাতড়ে মরি
একফোঁটা আলোর সঞ্চয়
দুচোখে কিছুতে আসে না ঘুম
জ্বালায় আমাকে কীসের আগুন?
তুমি ছেড়ে দিলে হাত যাব কোথায়?
এই বুকটা যেন একটা মরুভূমি, একটা মরুভূমি
শুধু একবার জড়িয়ে ধরো তুমি, ওহ
Written by: Amitabha Bhattacharya, Lincon
instagramSharePathic_arrow_out

Loading...