Créditos
ARTISTAS INTÉRPRETES
Ferdous Wahid
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Habib Wahid
Composición
S A Haque Olik
Autoría
Letra
কি নামে ডাকবো তোমায়,
নীল জোছনা
এক চিলতে রোদ্দুর হয়ে আর হেসোনা
যদি তোমায় ছুতে পারি,
দেবো মেঘের সাথে আড়ি
শুধু মন আকাশে, হাওয়ায় মিশে
ছুটে আসোনা
কি নামে ডাকবো তোমায়
নীল জোছনা
যদি হাতে রাখো হাত,
যত বাধা থাক,
নিমিষেই দেব পাড়ি
আকাশের দেশে,
যাবো ভেসে ভেসে,
হয়ে আমি মৃত্যুমুখো
দেখো হয়ে যাবে ফুল,
শত শত ভুল
যদি তুমি, দাও হেসে
স্বপ্নের রোদ হেসে,
দুঃখ না শেষে,
সুখ সাগরে, যাবে ভেসে
তাই ভালবাসার তুলি দিয়ে
রঙ মুছোনা
কি নামে ডাকবো তোমায়,
নীল জোছনা
তুমি যত ব্যথা দাও,
যদি সুখ পাও,
হাসিমুখে নেব সবি,
বীরহের দেশে,
যাবো হেসে হেসে,
হয়ে আমি পালতোলা তরী
দেখো হয়ে যাবে মিল
সাদা আর নীল
যদি তুমি দাও হেসে
কাছেতে এসে, সুখেতে ভেসে
মন আকাশে, যাও গো মিশে
তাই ভালোবাসার তুলি দিয়ে
রঙ মুছোনা
কি নামে ডাকবো তোমায়,
নীল জোছনা
এক চিলতে রোদ্দুর হয়ে আর হেসোনা
যদি তোমায় ছুতে পারি,
দেবো মেঘের সাথে আড়ি
শুধু মন আকাশে, হাওয়ায় মিশে
ছুটে আসোনা
কি নামে ডাকবো তোমায়
নীল জোছনা
Written by: Habib Wahid, S A Haque Olik

