Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Anup Ghoshal
Intérprete
Satinath Mukherjee
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Kazi Nazrul Islam
Autoría
Letra
বাংলা গানের ধারায় ঠুংরির প্রবর্তন করেন অতুলপ্রসাদ সেন
নজরুল সে ধারাটিকে সমৃদ্ধ করেছেন বেশ কিছু অবিস্মরনীয় গানে
এই পর্যায়ের দু'টি গানের মধ্যে প্রথমটি ভৈরবী রাগে
এবং দ্বিতীয়টি পিলু রাগে নিবদ্ধ
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
গভীর আঁধার ছেয়ে
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়
নিশি পোহায়
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
আমার নয়ন ভরে
এখনো শিশির ঝরে
আমার নয়ন ভরে
এখনো শিশির ঝরে
এখনো বাহুর 'পরে
এখনো বাহুর 'পরে বঁধূ ঘুমায়
নিশি পোহায়
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
এখনো কবরী-মূলে
কুসুম পড়েনি ছুলে
এখনো পড়েনি খুলে' মালা খোঁপায়
এখনো কবরী-মূলে
কুসুম পড়েনি ছুলে
এখনো পড়েনি খুলে' মালা খোঁপায়
নিভায়ে আমার বাতি
পোহাল সবার রাতি
নিভায়ে আমার বাতি
পোহাল সবার রাতি
নিশি জেগে মালা গাঁথি
নিশি জেগে মালা গাঁথি, প্রাতে শুকায়
নিশি পোহায়
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়
নিশি পোহায়
না মিটিতে সাধ মোর
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
Written by: Kazi Nazrul Islam


