Créditos
ARTISTAS INTÉRPRETES
Andrew Kishore
Intérprete
Kanak Chapa
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Ahmed Imtiaz Bulbul
Autoría
Letra
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
তোমায় দেখতে দেখতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই
তোমায় দেখতে দেখতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই
তোমার ভালোবাসা ছাড়া
কোনোকিছুই এ মন চায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যাই
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই
তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যায়
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই
দুটি আঁখি তুমি ছাড়া
যেন দেখতে কিছু পায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মুখটি ছাড়া
কিছুই দেখা যায় না
Written by: Ahmed Imtiaz Bulbul

