Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Debabrata Biswas
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
এসেছিনু দ্বারে তব
এসেছিনু দ্বারে তব
অন্তরে কালো ছায়া পড়ে আঁকা
বিমুখ মুখের ছবি মনে রয় ঢাকা
অন্তরে কালো ছায়া পড়ে আঁকা
বিমুখ মুখের ছবি মনে রয় ঢাকা
দুঃখের সাথি তারা ফিরিছে সাথে
এসেছিনু দ্বারে তব
কেন দিলে না মাধুরীকণা, হায় রে কৃপণা
কেন দিলে না মাধুরীকণা, হায় রে কৃপণা
লাবণ্যলক্ষ্মী বিরাজে, ভুবনমাঝে
তারি লিপি দিলে না হাতে
এসেছিনু দ্বারে তব
এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
এসেছিনু দ্বারে তব
Written by: Rabindranath Tagore


