Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Rajeswar Bhattacharya
Rajeswar Bhattacharya
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Autoría
PRODUCCIÓN E INGENIERÍA
Gopa Roy
Gopa Roy
Producción

Letra

কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন
ওগো, তায় জাগাইনু রে
ও তার ঘুম ভাঙাইনু রে
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন
ওগো, তায় জাগাইনু রে
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে
পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে
দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে
অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে
নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন
ওগো, তায় জাগাইনু রে
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
ও তার ঘুম ভাঙাইনু রে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...