Créditos

ARTISTAS INTÉRPRETES
Måla
Måla
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Meera Dev Burman
Meera Dev Burman
Autoría

Letra

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস, কে যাস
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস, কে যাস
বছরখানি ঘুইরা গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
কইলজা আমার পুইড়া গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
ছিলাম রে কত আশা লইয়া
ভাই না আইলো, গেল গেল রথের মেলা চইলা
তোরা কে যাস, কে যাস
প্রাণ কান্দে, কান্দে
ও, প্রাণ কান্দে, কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে
ও, নয়ন ঝরে, ঝরে, নয়ন ঝরে রে, নয়ন ঝরে
পোড়া মনরে বোঝাইলে বোঝে না
প্রাণ কান্দে, কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে
সুজন মাঝি রে, ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিতো বইলা
তোরা কে যাস, কে যাস
সিন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
নিদয় বিধি রে, তুমি সদয় হইয়া
ভাইরে আইনো, নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস, কে যাস
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইলা
তোরা কে যাস, কে যাস
কে যাস, কে যাস
কে যাস, কে যাস
Written by: Meera Dev Burman, S.D. Burman
instagramSharePathic_arrow_out

Loading...