Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Rejoyana Choudhury
Intérprete
Rezwana Choudhury Bannya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindra Nath Tagore
Composición
Letra
কে দিল আবার আঘাত আমার দুয়ারে
কে দিল আবার আঘাত
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে
খুঁজিতে আসিলে কাহারে
কে দিল আবার আঘাত আমার দুয়ারে
কে দিল আবার আঘাত
বহুকাল হল বসন্তদিন
এসেছিল এক অতিথি নবীন
বহুকাল হল বসন্তদিন
এসেছিল এক অতিথি নবীন
আকুল জীবন করিল মগন অকূল পুলকপাথারে
কে দিল আবার আঘাত আমার দুয়ারে
কে দিল আবার আঘাত
আজি এ বরষা নিবিড়তিমির
ঝরোঝরো জল, জীর্ণ কুটীর
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে
জেগে বসে আছি একা রে
আজি এ বরষা নিবিড়তিমির
ঝরোঝরো জল, জীর্ণ কুটীর
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে
জেগে বসে আছি একা রে
অতিথি অজানা, তব গীতসুর
লাগিতেছে কানে ভীষণমধুর
অতিথি অজানা, তব গীতসুর
লাগিতেছে কানে ভীষণমধুর
ভাবিতেছি মনে যাব তব সনে অচেনা অসীম আঁধারে
কে দিল আবার আঘাত আমার দুয়ারে
কে দিল আবার আঘাত
Written by: Rabindranath Tagore