Crédits
INTERPRÉTATION
Bappa Mazumder
Interprète
COMPOSITION ET PAROLES
Bappa Mazumder
Composition
RR
Paroles/Composition
Paroles
পাখিরা নীড়ে ফিরে যায়
ধূলোমাখা এই সন্ধ্যায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
পাখিরা নীড়ে ফিরে যায়
ধূলোমাখা এই সন্ধ্যায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
যায় না তো তাকে ফেরানো
যায় না কখনো থামানো
সময় তাকে বয়ে বয়ে যায়
জানি না সে হারিয়ে যায় যে কোথায়
স্মৃতির celluloid-এ
কিছু স্মৃতি থেকে যায় (স্মৃতি থেকে যায়)
অযাচিত কিছু সময় মনে পড়ে যায়
কখনো হাসায়, আবার কখনো কাঁদায়
কখনো চুপচাপ বুকে চাপা থেকে যায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
জীবনের এ রঙগুলো
ফিকে হয়ে যায় (ফিকে হয়ে যায়)
সময়ের ধুলোগুলো মুছে দিয়ে যায়
কখনো আশায় হাসে জীবন দুরাশায়
তবুও জীবনটা নতুন রঙে যে রাঙায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
পাখিরা নীড়ে ফিরে যায়
ধূলোমাখা এই সন্ধ্যায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
পাখিরা নীড়ে ফিরে যায়
ধূলোমাখা এই সন্ধ্যায়
হয় না তো ফিরে যাওয়া
অতীতের কিছু চাওয়া
হাতছানি দিয়ে শুধু ডাকে যে আমায়
Written by: Bappa Mazumder, RR

