Crédits

INTERPRÉTATION
Dakkhini
Dakkhini
Interprète
Dakshini Shilpi Gosthi
Dakshini Shilpi Gosthi
Interprète
Dakshini Shilpigosthi
Dakshini Shilpigosthi
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composition

Paroles

ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে
আড়ালে আড়ালে কোণে কোণে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
রঙে রঙে রঙিল আকাশ
গানে গানে নিখিল উদাস
যেন চল-চঞ্চল নব পল্লব দল
মর্মরে মোর মনে মনে
ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
হেরো হেরো অবনীর রঙ্গ
গগনের করে তপোভঙ্গ
হাসির আঘাতে তার মৌন রহে না আর
কেঁপে কেঁপে ওঠে খনে খনে
বাতাস ছুটিছে বনময় রে
ফুলের না জানে পরিচয় রে
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে
ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...