Crédits

INTERPRÉTATION
Debabrata Biswas
Debabrata Biswas
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Paroles/Composition

Paroles

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি
আপনমাঝে গোপন রতনভার
হারায় না সে আর
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে
সে আলো তার লুটায় ধরণীতে
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে
সে আলো তার লুটায় ধরণীতে
তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে
তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন
মুকুটে তাঁর পরেন সে রতন
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...