Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Chandrabali Rudra Dutta
Voix principales
PRODUCTION ET INGÉNIERIE
Gopa Roy
Production
Paroles
Drink to me only with thine eyes
And I will pledge with mine
Or leave a kiss within the cup
And I'll not ask for wine
The thirst that from the soul doth rise
Doth ask a drink divine
But might I of Jove's nectar sip
I would not change for thine
But might I of Jove's nectar sip
I would not change for thine
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
আপনি আজিকে যবে শুধাইছ আসি
আপনি আজিকে যবে শুধাইছ আসি
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
Written by: Benjamin Jonson, Colin Hand
