Crédits

INTERPRÉTATION
Sonu Nigam
Sonu Nigam
Interprète
COMPOSITION ET PAROLES
Jeet Gannguli
Jeet Gannguli
Composition
Priyo Chattopadhyay
Priyo Chattopadhyay
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
SVF
SVF
Production

Paroles

(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
শোন রে সময় বলছে
সময় এলো সৃষ্টির
আজকে আকাশ জ্বলছে
কাল সে হবে বৃষ্টি
এ মাটির বুকেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
কষ্ট জানি বুঝবে (বুঝবে, বুঝবে)
এ মাটির বুকেও প্রেম আছে
কষ্ট জানি বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
আশা, মনে জাগে আশা
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন, এ সবুজ স্বপ্ন
দেখি ভালোবাসাতে
আশা, মনে জাগে আশা
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন, এ সবুজ স্বপ্ন
দেখি ভালোবাসাতে
ঐ নদীর মনেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
স্বপ্ন সে তো বুঝবে (বুঝবে, বুঝবে)
ঐ নদীর মনেও প্রেম আছে
স্বপ্ন সে তো বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
রোদ্দুর, সোনালী রোদ্দুর
খেলবে সোনার ফসলে
খুশি, জীবনের খুশি
দেবো তোমার আঁচলে
রোদ্দুর, সোনালী রোদ্দুর
খেলবে সোনার ফসলে
খুশি, জীবনের খুশি
দেবো তোমার আঁচলে
ঐ আকাশ মনেও প্রেম আছে (প্রেম আছে, প্রেম আছে)
স্বপ্ন সেও বুঝবে (বুঝবে, বুঝবে)
ঐ আকাশ মনেও প্রেম আছে
স্বপ্ন সেও বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে
(চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
(চল রে, চল রে, ভাই, চল রে)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে, চল রে, ভাই)
চল রে, চল রে (চল রে, চল রে, ভাই, চল রে)
Written by: Jeet Gannguli, Priyo Chattopadhyay
instagramSharePathic_arrow_out

Loading...