album cover
Ex
152
Hip-Hop/Rap
Ex est sorti le 30 décembre 2022 par SID Z dans le cadre de l'album S.O.S
album cover
AlbumS.O.S
Date de sortie30 décembre 2022
LabelSID Z
Qualité mélodique
Acoustique
Valence
Dansabilité
Énergie
BPM90

Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
SID Z
SID Z
Interprète
COMPOSITION ET PAROLES
SID Z
SID Z
Composition
PRODUCTION ET INGÉNIERIE
IOF
IOF
Production
GoodJohn
GoodJohn
Production

Paroles

কতো চিন্তাও আসে যায়
কতো ভাবনাও ঠায় পায়
মন তবু আনমনা নেই
মন তবু আনমনা নেই
কতো কষ্ট ও আসে যায়
চোট কতো বুকে ঠায় পায়
জীবন আমি ছাড়বোনা এই
জীবন আমি ছাড়বোনা এই
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
আজ পেরেছি ও তোকে ভুলে থাকতে
কত কথা মনে জমা করে রাখতে
কাঁদবনা চল
আর আমি কাঁদবনা চল
শিখে গেছি আমি একা একা চলতে
চাপা কথা শুধু নিজে মনে বলতে
রাখবো না বল আর
মনে রাখবো না চল
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
Written by: SID Z
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...