Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Sreeradha Bandyopadhyay
Sreeradha Bandyopadhyay
Voix principales
Jayati Chakraborty
Jayati Chakraborty
Interprète
Srikanta Acharya
Srikanta Acharya
Interprète
Srabani Sen
Srabani Sen
Interprète
Manisha Murali Nair
Manisha Murali Nair
Interprète
Manoj Murali Nair
Manoj Murali Nair
Interprète
Sasha Ghoshal
Sasha Ghoshal
Interprète
Mohan Singh
Mohan Singh
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Gopa Roy
Gopa Roy
Production

Paroles

এসো হে বৈশাখ, এসো, এসো তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক এসো, এসো এসো হে বৈশাখ, এসো, এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক, যাক, যাক এসো, এসো এসো হে বৈশাখ, এসো, এসো মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক এসো, এসো এসো হে বৈশাখ, এসো, এসো
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out