Clip vidéo

Metrolife | Shondha | Official Music Video
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Metrolife
Metrolife
Interprète
COMPOSITION ET PAROLES
Mehedi Hasan Ayon
Mehedi Hasan Ayon
Composition

Paroles

আকাশজোড়া মেরুন আলোয় রাঙিয়ে রাখা মেঘ ভেসে আসে নীরবে তার লুকানো আবেগ তীব্রভাবে মেশে আমার বিকেলবেলার গানে শহরমুখী পায়ের ধুলায় হারায় অভিমানে আকাশজোড়া মেরুন আলোয় রাঙিয়ে রাখা মেঘ ভেসে আসে নীরবে তার লুকানো আবেগ তীব্রভাবে মেশে আমার বিকেলবেলার গানে শহরমুখী পায়ের ধুলায় হারায় অভিমানে যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন! যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন! শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোন খামে বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে! শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোন খামে বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে! চলতি পথিক মফস্বলের নিয়ন আলোয় থামে ঝাপসা মলিন দু'চোখ জুড়ে অগ্রহায়ণ নামে! যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন! যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন! উড়তি জোনাক আলোর মিছিল জ্বালায় করিডোরে আমি তখন ভ্রান্ত শামুক, পিছিয়ে বহুদূরে উড়তি জোনাক আলোর মিছিল জ্বালায় করিডোরে আমি তখন ভ্রান্ত শামুক, পিছিয়ে বহুদূরে এই শহরের অলিগলি, নিত্য আসা যাওয়া ধাঁধায় ফেলে ভিনদেশী কোন অবাক মাতাল হাওয়া! যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন!
Writer(s): Mehedi Hasan Ayon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out