Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Ahmed Sobuj
Claviers
COMPOSITION ET PAROLES
Prince Mahmud
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Ahmed Sobuj
Production
Paroles
আজ জড়ায় ধরবে তোমার
মনকে আমার মন,
গাইবে পাখি গাইবে জোনাক
গাছ গাছালি বন।
এত ভালোবাসা গো জান
রাখিয়ো আঁচলে,
দোলাও তুমি দুলি আমি
জগত বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
Written by: Prince Mahmud


