क्रेडिट्स

PERFORMING ARTISTS
Chandrabali Rudra Dutta
Chandrabali Rudra Dutta
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

गाने

সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
চেয়ে থাকি যে শূন্যে অন্যমনে
সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া মর্মরশব্দে
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া মর্মরশব্দে
মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে
মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে
নাহি তার কিনারা
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...