Kazi Shuvo के शीर्ष गीत
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Kazi Shuvo
Performer
Tahsin Ahmed
Performer
Raisa Khan
Performer
COMPOSITION & LYRICS
Tahsin Ahmed
Composer
Shomeshwar Oli
Songwriter
गाने
একাকী বিকেলে ছায়াদের মিছিলে
অন্যরূপে তুমি তো আমারই ছিলে
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে
ছেঁড়া পকেটের খুচরো মন খারাপে
নামে বা বেনামে, এই বুকের বামে
ঠিকানা রয়েছে তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
ফুল-পাখি, চাঁদ-তারা, জোছনা-পাহাড়
আগের মতো কিছু নেই তো আর
বদলে গেছে সবকিছুই নিমিষে আমার
এ সবই যে তোমার উপহার
নামে বা বেনামে, এই বুকের বামে
ঠিকানা রয়েছে তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
একাকী বিকেলে ছায়াদের মিছিলে
অন্যরূপে তুমি তো আমারই ছিলে
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে
ছেঁড়া পকেটের খুচরো মন খারাপে
নামে বা বেনামে, এই বুকের বামে
ঠিকানা রয়েছে তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
অনিবার্য কারণে এখন তুমি আমারই
অনিবার্য কারণে আমি তোমারই
Written by: Shomeshwar Oli, Tahsin Ahmed