क्रेडिट्स
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
गाने
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
ফিরে বায়ু হাহাস্বরে
ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা
রজনী আঁধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে
চঞ্চলচপলা চমকে, নাহি শশীতারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
Written by: Rabindranath Tagore