म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Chorus
Performer
Salil Chowdhury
Performer
Uttam Kumar
Actor
Supriya Devi
Actor
Utpal Dutta
Actor
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Composer
गाने
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশিথে সূর্যের
চাঁদের খেলা এই গগনে
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নেরও
মুখোমুখি যেন পড়ি
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী হাসিতে প্রেমে
আর গান দিয়ে
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিশ্ব পিতা তুমি হে প্রভু
Written by: Salil Chowdhury


