गाने

ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
হাজার বছর বেঁচে থাকো তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ-ব্যথা সবই ভুলে যাই যে
দেখলে তোমার ওই মুখ
ফুলও তুমি, ফাগুনও তুমি
গন্ধ বিলাও সারাক্ষণ
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
স্বপ্ন তোমার, মনে যত আশা
সবই যেন পূর্ণ হয়
আমার তুমি এই পৃথিবীতে
ও প্রিয়া, আর কারো নয়
দিনও তুমি, রাতও তুমি
ফুরাবে না কভু প্রয়োজন
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
জোছনায় ভরে থাক সারাটি জীবন
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন
জোছনায় ভরে থাক সারাটি জীবন
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
(জোছনায় ভরে থাক সারাটি জীবন)
Written by: Ahmed Imtiaz Bulbul
instagramSharePathic_arrow_out

Loading...