Video Musik
Video Musik
Dari
PERFORMING ARTISTS
Warfaze
Lead Vocals
Sheikh Monirul Alam
Performer
COMPOSITION & LYRICS
Komol
Songwriter
Lirik
যেভাবে সুখ তুমি খুঁজেই চলেছো
সেভাবে সুখ পাবে না
জীবনে ভুল পথে তুমি নেমেছো
সে পথে সুখে রবে না
সে পথে ছড়ানো বিষের কাঁটা যে
সম্মুখে শুধু যাতনা
যেভাবে অগোছালো জীবন করেছো
এসব তারই পাওনা
এই জীবন মরণসম
সুখপাখির নাগাল পাওয়া যায় না
পাওয়া যায় না
কীভাবে পাবে তুমি সুখ?
কীভাবে পাবে, বলো না
অযথা খোঁজো কেন সুখ?
সুখ যে শুধু ছলনা
বিষণ্নতা আঁকড়ে ধরে
অলস এ রিক্ত মন তোমার
আজ মুক্তি যে চায়
মনে রেখো পাবে শুধু
অবহেলা, কষ্ট, নিঃসঙ্গতা
সুখ মনে নাই
কীভাবে পাবে তুমি সুখ?
কীভাবে পাবে, বলো না
অযথা খোঁজো কেন সুখ?
সুখ যে শুধু ছলনা
জীবনে চেনা মুখ কত পর হলো
নেই যে অনুশোচনা
জীবনে সোজা পথ কত ছেড়েছো
লাভ কী হবে করুণায়?
বিপদে পড়ে শুধু উপরে তাকালে
মুক্তি পাবে নাকো হায়
দুঃখ জয় করে সুখী তুমি হবে
মগ্ন হলে সাধনায়
Written by: Komol


