Dari
PERFORMING ARTISTS
Arfin Rumey
Performer
Nancy
Performer
COMPOSITION & LYRICS
Arfin Rumey
Composer
Jahid Akbor
Songwriter
Lirik
You have been my
You've been my love forever, ever
You've been my love forever
খোলা রাখি দু'চোখ, যেন পড়ে না পলক
চাই না তোমার মুখটা যেন আড়াল হোক
ও, চাঁদ রাঙা ওই মুখটা জুড়ে জোছনারই বৃষ্টি ঝরে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
I feel I am in Heaven
When I'm with you
You're in my heart
I love you forever
গভীরে গভীরে, অতলে অতলে
নেমে এসো মনের অথই জলে
গভীরে গভীরে, অতলে অতলে
নেমে এসো মনের অথই জলে
ও, নামবো তোমার পাঁজর ছুঁয়ে এমন ক্ষণে একসাথে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
I love you forever
যতনে যতনে, বুকের মাঝখানে
হয়ে গেছ আকাশ জানি না কী কারণে
যতনে যতনে, বুকেরও মাঝখানে
হয়ে গেছ আকাশ জানি না কী কারণে
উড়বো মেঘের পরশ নিয়ে, ভাসবো দূর অজানাতে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
খোলা রাখি দু'চোখ, যেন পড়ে না পলক
চাই না তোমার মুখটা যেন আড়াল হোক
ও, চাঁদ রাঙা ওই মুখটা জুড়ে জোছনারই বৃষ্টি ঝরে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
ভেজা ভেজা হাওয়াতে, আবেগী দোলাতে
চাই আজ সারাবেলা হৃদয়ে জড়াতে
You're in my heart
I love you forever
Written by: Arfin Rumey, Jahid Akbor