Lirik
কালো তারে বলে গাঁয়ের লোক
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
ও কালো মেয়ের কালো হরিণ-চোখ
ঘোমটা মাথায় ছিল না তার মোটে
মুক্তবেণী পিঠের 'পরে লোটে
কালো?
তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ
কৃষ্ণকলি আমি তারেই বলি
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দু'টি গাই
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু
কালো?
তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ
কৃষ্ণকলি আমি তারেই বলি
পূবে বাতাস এল হঠাৎ ধেয়ে
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা
মাঠের মাঝে আর ছিল না কেউ
আমার পানে দেখলে কি না চেয়ে
আমি জানি আর জানে সেই মেয়ে
কালো?
তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ
কৃষ্ণকলি আমি তারেই বলি
এমনি করে কালো কাজল মেঘ
জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ় মাসে নামে তমাল-বনে
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে
কালো?
তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ
কৃষ্ণকলি আমি তারেই বলি
আর যা বলে বলুক অন্য লোক
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ
মাথার 'পরে দেয় নি তুলে বাস
লজ্জা পাবার পায় নি অবকাশ
কালো?
তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ
কৃষ্ণকলি আমি তারেই বলি...
Written by: Arko Mukherjee, Niloy Ghosh, Rabindranath Tagore, Saheen Sardar

