Crediti
Testi
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর
দীনবন্ধু, দয়াসিন্ধু
দীনবন্ধু, দয়াসিন্ধু
প্রেমবিন্দু কাতরে করো দান
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর
কোরো না, সখা, কোরো না
চিরনিষ্ফল এই জীবন
কোরো না, সখা, কোরো না
চিরনিষ্ফল এই জীবন
প্রভু, জনমে মরণে তুমি গতি
প্রভু, জনমে মরণে তুমি গতি
চরণে দাও স্থান
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর
দীনবন্ধু, দয়াসিন্ধু
দীনবন্ধু, দয়াসিন্ধু
প্রেমবিন্দু কাতরে করো দান
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর

