Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Fuad
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Adan Almuqtadir
Songwriter
PRODUCTION & ENGINEERING
Fuad
Producer
Testi
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরণ
কিছুই জানি না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে
নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন
দেখেও দেখে না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
Written by: Sheikh Adan Almuqtadir