Crediti
PERFORMING ARTISTS
Roma Mondal
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Testi
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
উঠিবে বাজি তন্ত্রীরাজি
উঠিবে বাজি তন্ত্রীরাজি
মোহন অঙ্গুলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
কোমল তব কমলকরে
পরশ করো পরান-'পরে
উঠিবে হিয়া গুঞ্জরিয়া
উঠিবে হিয়া গুঞ্জরিয়া
তব শ্রবণমূলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
কখনো সুখে কখনো দুখে
কাঁদিবে চাহি তোমার মুখে
কখনো সুখে কখনো দুখে
কাঁদিবে চাহি তোমার মুখে
চরণে পড়ি রবে নীরবে
রহিবে যবে ভুলে
কেহ না জানে কী নব তানে
উঠিবে গীত শূন্য-পানে
কেহ না জানে কী নব তানে
উঠিবে গীত শূন্য-পানে
আনন্দের বারতা যাবে
অনন্তের কূলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
Written by: Rabindranath Tagore