Video musicale

Video musicale

Testi

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে
খুশি রই আপন মনে, বাতাস বহে
বাতাস বহে সুমন্দ
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা
ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে
ভেসে আসে সুগন্ধ
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ
Written by: Rabindranath Thakur
instagramSharePathic_arrow_out

Loading...