Crediti

PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Lopamudra Mitra
Performer
Tapas Roy
Tapas Roy
Performer
COMPOSITION & LYRICS
Barshanjit Majumder
Barshanjit Majumder
Lyrics
Kalyan Sen Barat
Kalyan Sen Barat
Composer
PRODUCTION & ENGINEERING
Kristi Creation
Kristi Creation
Producer

Testi

আজ সর্বনাশের মন্ত্রে করেছি সততার ঋণশোধ
তাই মহাশূন্যের জরায়ুতে খুঁজি ফেলে আসা সেই বোধ
আজ সর্বনাশের মন্ত্রে করেছি সততার ঋণশোধ
তাই মহাশূন্যের জরায়ুতে খুঁজি ফেলে আসা সেই বোধ
রাত্রির ক্ষত করেছি সেলাই, বুলেট ভুলেছে নিশানা
রাত্রির ক্ষত করেছি সেলাই, বুলেট ভুলেছে নিশানা
তবু প্রাচীন প্রেমের লাল ঠোঁটে আঁকি আগুনের আলপনা
তবু প্রাচীন প্রেমের লাল ঠোঁটে আঁকি আগুনের আলপনা
সূর্যের আজ ঘর ভেঙে গেছে
উল্কারও নাকি নরম হাত
ঝাঁঝরা বুকের রক্তের দাগে
শুধু লেগে থাকে প্রাচীন রাত
দগদগে কিছু ক্ষতের আড়ালে উৎসবে মেতে থাকি
দগদগে কিছু ক্ষতের আড়ালে উৎসবে মেতে থাকি
তবু তোর খোলা পিঠে রামধনু আঁকি হয়ে আগুনের পাখি
তবু তোর খোলা পিঠে রামধনু আঁকি হয়ে আগুনের পাখি
অস্ত আকাশ ঢুকে গেছে মনে
মেঘরূপে ভাসে দ্বন্দ্ব
ওরা পেটে-খিদে খুঁজে ফিরে সেই
গরম ভাতের গন্ধ
স্বপ্ন বেচার চোরাকারবারে মাঝে মাঝে হই বন্দি
স্বপ্ন বেচার চোরাকারবারে মাঝে মাঝে হই বন্দি
কুমারী বাতাস, ক্ষয়ে যাওয়া হাতে আগুনের সাথে সন্ধি
কুমারী বাতাস, ক্ষয়ে যাওয়া হাতে আগুনের সাথে সন্ধি
মধ্যরাতের চেতনায় বিষ
উলঙ্গ স্মৃতি যত
একমুঠো আমি নিজেকে ওড়াবো
চিতাভস্মের মতো
ভালোবাসাবাসি থাকুক নাহয় শব্দজড়ানো প্রহরে
ভালোবাসাবাসি থাকুক নাহয় শব্দজড়ানো প্রহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
রক্তে ও ঘামে মেশে ভালোবাসা নিশুতি রাতের শহরে
Written by: Barshanjit Majumder, Kalyan Sen Barat
instagramSharePathic_arrow_out

Loading...