ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Hridoy Khan
Hridoy Khan
Lead Vocals
Oishy
Oishy
Lead Vocals
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Hridoy Khan
Songwriter
Goonjohn Rahman
Goonjohn Rahman
Songwriter

歌詞

দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
আমি ছিলাম একা আমার মতন
নিজের খেয়ালে মগন
তার পাগল করা সেই হাসিতে
হারালো এই মন
আমি ছিলাম একা আমার মতন
নিজের খেয়ালে মগন
তার পাগল করা সেই হাসিতে
হারালো এই মন
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
ও সে কাছে এসে ভালোবেসে
হারিয়ে যায় বারেবার
তারে ভালবেসে যে পড়েছে
হার মানা হার
ও সে কাছে এসে ভালোবেসে
হারিয়ে যায় বারেবার
তারে ভালবেসে যে পড়েছে
হার মানা হার
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
(দখিনা হাওয়া চঞ্চল)
(আমায় বল কে হায়)
(নিয়ে যায় এ মন আমার)
(কী করে পাই যে তায়)
(দখিনা হাওয়া চঞ্চল)
(আমায় বল কে হায়)
(নিয়ে যায় এ মন আমার)
(কী করে পাই যে তায়)
Written by: Goonjohn Rahman, Hridoy Khan
instagramSharePathic_arrow_out

Loading...