クレジット
PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Songwriter
歌詞
আচ্ছা, আজকে আমরা যাদের অনুষ্ঠানে গান গাইতে এসছি
HMV সারেগামা, আমি একটা গান গাইবো
আমাদের এটা একটা experimental গান
এখানে অনেক মানুষ আছেন যারা ভাবেন
নচিকেতা মানেই লাফালাফি, তা নয়
একটু অন্যরকম গান
এই গানটা আমাদের পূর্বসরী
যারা বাংলা গানকে সমৃদ্ধ করেছেন
সেইসব মহান শিল্পীদের আমার শ্রদ্ধা
তাতে HMV সারেগামার একটা সাংঘাতিক অবদান
কারণ যতগুলো গান আমি এই গানটার মধ্যে আমি punch করবো
তার seventy percent গান HMV-এর
তো HMV-এর জন্য একটা হাততালি হোক
হারিয়ে যাওয়া সেই গানের কলি
যদি মন দিয়ে শোন তবেই বলি
হারিয়ে যাওয়া সেই গানের কলি
যদি মন দিয়ে শোন তবেই বলি
নেই সে কলের গান কুকুর মাথা
রেডিও কিনল বিজ্ঞাপণদাতা
এখন ক্যাসেট আর টেপরেকর্ডার
মনে মনে জানি তবু একটা শ্লোগান- কী?
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
জানি একদিন হবে আমার জীবনীলেখা
মুখার্জী সতীনাথ বলতো এমন কথা
সেই সতীনাথ মুখার্জির বিখ্যাত গান, হবে?
জানি একদিন আমার জীবনীলেখা হবে
জানি একদিন হবে আমার জীবনীলেখা
মুখার্জী সতীনাথ বলতো এমন কথা
ভুলিনি ইলাবসু নামে একজন যাকে
কোকিল শোনাত চৈতি হাওয়ার কথকতা!
আর ঘুমের ছায়া নামে
সেই তালাত মামুদের বিখ্যাত গান, মনে আছে? হবে?
ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধু রাত নাকি বাকি
এ মধু রাত নাকি বাকি
আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হায়
অবসরে মনে পড়ে তালাতের গান
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
বাংলার গানে, বাংলার গানে যার নামেই বসন্ত
কে? হবে? শোনাবো?
এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা
সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নীড় একা পড়ে থাক থাক না
ও আকাশ সোনা সোনা
এ মাটি সবুজ সবুজ
নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
বাংলার গানে যার নামেই বসন্ত
তিনিই গায়ক-সুরকার হেমন্ত
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
হবে?
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
বনে নয় মনে আমাদের মানবেন্দ্র
হবে মানবেন্দ্র মুখার্জি?
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র
বনে নয় মনে আমাদের মানবেন্দ্র
আর অখিল বন্ধু ঘোষ
হবে?
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
ওগো কমলিকা
বুঝিলে না আমি কত অসহায় তোমার
আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান
পেলেন না তার যোগ্যতার সম্মান
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
কী হলো আপনারা বসে আছেন কেন? হ্যাঁ!
নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী
সেই মাধুরি চট্টোপাধ্যায়ের বিখ্যাত গান
আমি নীল চোখে যমুনাকে নীল দেখেছি
নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী
করেছেন অসংখ্য শ্রোতাদের মন চুরি
প্রতিমা, হবে? প্রতিমা বন্দ্যোপাধ্যায়
একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে
ছিলেম অতি নগণ্য
একটা গান লিখো আমার জন্য
প্রতিমা, উৎপলা, মৃণাল আর কত নাম
এরাই তো আমাদের পূর্বসূরী
আর বিরহের কথা এলে, কে? কে?
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
আর বিরহের কথা এলে, বুকের জ্বালা ভুলে
আজো মাঝে মাঝে গাই-মান্না দে'র গান
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
পুরনো দিনের গান আজো ভরে মন প্রাণ
যতই শুনি যে গান, বিজাতীয় মডার্ন!
Written by: Nachiketa Chakraborty