クレジット

PERFORMING ARTISTS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Songwriter

歌詞

অনির্বাণ আমার বন্ধু
অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল
তখন সময়টা ছিল বড়ো অদ্ভুত
আমরা highway উপর দিয়ে
অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি
লাল আকাশ, সন্ধ্যে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ
আমরা চা খাব বলে গাড়িটা দাঁড় করিয়েছি
একটা বিচ্ছিন্ন দ্বীপের মত চায়ের দোকানে
এমন সময় দেখতে পেলাম
লাল আকাশকে পেছনে রেখে
একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে
আমার সামনে এসে দাড়িয়ে বলল, "চিনতে পারছিস?"
আমি বললাম, "না!"
বলল, "ভালো করে দেখ"
আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম
আমার বন্ধু অনির্বাণ
আমার চোখের সামনে পুরোনো দিনগুলো
ছায়াছবির মত ভেসে উঠছে
আমি ওকে প্রশ্ন করলাম, "অনির্বাণ, তুই এখানে?"
ও বলল, "তাইতো কথা ছিল, বন্ধু"
"আমাদের তো এখানেই থাকার কথা ছিল"
আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে
আমি খুব বোকার মত ওকে প্রশ্ন করলাম
"অনির্বাণ কী করছিস এখন?"
ও বলল, "যা কথা ছিল, বন্ধু"
"মানুষের মাঝখানেই আছি"
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না
একটা অপরাধবোধ আমাকে গ্রাস করছে
ও বলল, "তোর দেরি হয়ে যাচ্ছে"
আমি গাড়িতে যেয়ে বসলাম
ও জানলার কাছে এসে বলল
"এখন তো তোর নাম হয়ে গেছে"
"তুইতো বিখ্যাত হয়ে গেছিস"
"সুখেই আছিস, কি বল?"
আমার গাড়ি start নিয়ে নিয়েছে
অনির্বাণ আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে
অনির্বাণের শেষ কথাগুলো
আজও আমার কানে আলপিনের মত বেঁধে
"সুখেই আছিস"
"সুখেই আছিস"
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
কী সুখে রয়েছি আমি
কী সুখে বেচেছি গান
যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
সেদিনের meeting-এর mic
সেদিনের college-এর strike
সেদিনের মাতাল পদক্ষেপ
বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ
আজকের এই মাপা পদচারণ
সেদিনের তালের কাছে ম্লান
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
শ্রমিকের মুক্তির গান
কৃষকের হাতিয়ারে শান
শ্রেণীহীন সমাজের স্বপ্ন
ঘৃণার প্রতিপালনেতে যত্ন
আজ তোর ঘামে ভেজে যে পথের ধুলো
হয়তো সেথায় আমার হতো স্থান
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
কী সুখে রয়েছি আমি
কী সুখে বেচেছি গান
যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
দেখে যা, যা অনির্বাণ
কী সুখে রয়েছে প্রাণ
Written by: Nachiketa Chakraborty
instagramSharePathic_arrow_out

Loading...