album cover
Ex
152
Hip-Hop/Rap
Exは、アルバム『 』の一部として2022年12月30日にSID ZによりリリースされましたS.O.S
album cover
アルバムS.O.S
リリース日2022年12月30日
レーベルSID Z
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM90

クレジット

PERFORMING ARTISTS
SID Z
SID Z
Performer
COMPOSITION & LYRICS
SID Z
SID Z
Composer
PRODUCTION & ENGINEERING
IOF
IOF
Producer
GoodJohn
GoodJohn
Producer

歌詞

কতো চিন্তাও আসে যায়
কতো ভাবনাও ঠায় পায়
মন তবু আনমনা নেই
মন তবু আনমনা নেই
কতো কষ্ট ও আসে যায়
চোট কতো বুকে ঠায় পায়
জীবন আমি ছাড়বোনা এই
জীবন আমি ছাড়বোনা এই
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
আজ পেরেছি ও তোকে ভুলে থাকতে
কত কথা মনে জমা করে রাখতে
কাঁদবনা চল
আর আমি কাঁদবনা চল
শিখে গেছি আমি একা একা চলতে
চাপা কথা শুধু নিজে মনে বলতে
রাখবো না বল আর
মনে রাখবো না চল
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু বল মন কেনো খোঁজে তোর রাস্তা
তবু কেনো বুকে কাঁটা বিধে কাটা রাতটা
তবু কেনো চোখে জল মাথাতে এ হাতটা
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
তবু কেনো জীবিত এ দেহটাতে প্রাণ নেই
তবু কেনো খোঁজে তোকে চোখ ওর সামনেই
তবু কেনো তোকে ছাড়া বাঁচতে ও টান নেই
কেনো আমি করছি শেষ নিজেকে বল?
Written by: SID Z
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...