クレジット
PERFORMING ARTISTS
emon
Performer
Sidhu
Performer
Rupam Islam
Performer
Pota
Performer
Taniya Sen
Performer
Priyam
Actor
Dulal Lahiri
Actor
Nimu Bhowmik
Actor
Raja Chattopadhyay
Actor
COMPOSITION & LYRICS
Sidhu
Songwriter
Saaki
Composer
Neel Dutt
Composer
Shantanu
Lyrics
Nitish
Songwriter
歌詞
একরত্তি বেঁচে থাকার গল্প
আর সত্যি বন্ধুত্বের সংকল্প
একরত্তি বেঁচে থাকার গল্প
আর সত্যি বন্ধুত্বের সংকল্প
সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনায়
আরও আলো, আরও আকাশ
আসো খুলে দাও জানালা
আরও ভালোভাবে বাঁচবো বলে
গাইছি তোমার গান
আমায় প্রশ্ন করছে সময়
আমি উত্তর দিচ্ছি বুঝে
আমায় দুঃখ দিতে পারো
আমি কাঁদবো দু'চোখ বুজে
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন
আমি একাই করছি যত্ন
আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন
আমি একাই করছি যত্ন
এ শুধু রাতের অন্ধকারে আমার স্বপ্নটা বদলে যায়
নিভু আলোয় চেনা শহরটা
ভরে গেছে কেনা আদরে
কিছু ঝলসে যাওয়া মুহূর্তগুলো
বিধ্বংসী বিদ্বেষের আগুনে
আমার বুকে জ্বলছে আগুন
আমার মুখে রয়েছে হাসি
আমি আবার চলেছি একই পথে
একই পথের বাঁক
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
আর একটা ভোর আসবে
আর হাসবে আমার গান
Written by: Saaki, Sidhu