クレジット

PERFORMING ARTISTS
Rajeswar Bhattacharya
Rajeswar Bhattacharya
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Gopa Roy
Producer

歌詞

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন...
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি
আপন-মাঝে গোপন রতনভার
হারায় না সে আর
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন...
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে
সে আলো তার লুটায় ধরণীতে
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে
তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন
মুকুটে তাঁর পরেন সে রতন
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই
তখন যাহা পাই
সে যে আমি হারাই বারে বারে
আমি যখন...
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...