ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Dwijendra Nath Bagchi
Dwijendra Nath Bagchi
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter

歌詞

যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
বেলা হল মরি লাজে
শরমে জড়িত চরণ দু'খানি কেমনে যাইব পথেরি মাঝে
শরমে জড়িত চরণ দু'খানি কেমনে যাইব পথেরি মাঝে
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
বেলা হল মরি লাজে
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে
গগনের কোলে শরতের চাঁদ রইল শরণ মাগে
পাখি ডাকে বলে "গেল বিভাবরী", বধূ চলে জলে লইয়া গাগরি
আমি তো শিথিল কবরী আবরি
আমি তো শিথিল কবরী আবরি কেমনে যাইব পথেরি মাঝে
আমি তো শিথিল কবরী আবরি কেমনে যাইব পথেরি মাঝে
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
বেলা হল মরি লাজে
শরমে জড়িত চরণ দু'খানি কেমনে যাইব পথেরি মাঝে
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
বেলা হল মরি লাজে
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে
গগনের কোলে শরতের চাঁদ রইল শরণ মাগে
পাখি ডাকে বলে "গেল বিভাবরী", বধূ চলে জলে লইয়া গাগরি
আমি তো শিথিল কবরী আবরি কেমনে যাইব কাজে
বেলা হল মরি লাজে
যামিনী না যেতে জাগালে না কেন
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...