クレジット
PERFORMING ARTISTS
Jahid Nirob
Performer
Arafatul Hasan Shanto
Background Vocals
Mahtim Sakib
Performer
Shithi Saha
Performer
Mehedi Hasan Tamjid
Guitar
Shanto Ahmed
Violin
COMPOSITION & LYRICS
Jahid Nirob
Composer
JAHID PREETOM
Songwriter
PRODUCTION & ENGINEERING
Jahid Nirob
Producer
Sumon Parvez
Mastering Engineer
歌詞
মুখে নিও প্রিয় ডাক নাম,
মুছে দিয়ে শত পিছু টান
কাজল চোখে মাখা দেখ
এলোমেলো অভিমান
ধুলোপড়া বইয়ের আবডালে
লুকানো অপেক্ষা খুঁজে
এক বিকেলে বাড়ি যাব না
তোমার পাশে হাঁটবো ভেবে
তুমি হাসলে
পাশে হাঁটলে
কেন থমকে যায় সময়?
আমি বোকা অনুভবে বোবা অভিসারে
অপলক সাজাই প্রহর !
এ কেমন প্রেমেরই যখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ
মুখে নিও প্রিয় ডাক নাম,
মুছে দিয়ে শত পিছু টান
কাজল চোখে মাখা দেখ
এলোমেলো অভিমান
তুমি ডাকলে
ফিরে চাইলে
কেন দু:খ ছোঁয় আমায়?
আমি বোকা অনুভবে
বোবা অভিসারে
অবেলায় সাজাই বাসর!
এ কেমন প্রেমেরই যখম?
হৃদয় জ্বরে পুড়ে অভিমান
আনমনে নোনা প্রেমের ভাঁজে
প্রিয় মুখে জমে অপলাপ
Written by: JAHID PREETOM, Jahid Nirob

