ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Critical Mahmood
Critical Mahmood
Performer
MD. Khaled Mahmud
MD. Khaled Mahmud
Vocals
Mijanur Rahman Rabbi
Mijanur Rahman Rabbi
Programming
Mahathir Mahmud Antik
Mahathir Mahmud Antik
Performer
COMPOSITION & LYRICS
MD. Khaled Mahmud
MD. Khaled Mahmud
Lyrics
Mijanur Rahman Rabbi
Mijanur Rahman Rabbi
Composer
PRODUCTION & ENGINEERING
MD. Khaled Mahmud
MD. Khaled Mahmud
Recording Engineer
Mijanur Rahman Rabbi
Mijanur Rahman Rabbi
Producer
Mahathir Mahmud Antik
Mahathir Mahmud Antik
Executive Producer

歌詞

লাইফ প্যারাহীন কোন চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
টেনশন নিতে নাই জীবনে
ডাক্তারি পইড়া করি গান বাজনা
লাইফ প্যারাহীন কোন চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
কি আসে আর জীবনে
যেইডা গেসে ওইডা যাক না
লাইফ প্যারাহীন কোন চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
Zang এর তেও লম্বা সাদা চিকনা পোলা
ডক্তারি পইড়া করি গান বাজনা।
অহন আমি Dr Dre.
জিগাইলে কেউ ডিগ্রি কই অষ্টম ফেইল।
বড় মাপের র‍্যাপার হমু ছোট বেলার স্বপ্ন তাই
ট্যাকা দিয়া খাটসি জেইল
গলায় মোডা চেইন পইড়া মাথায় উলটা ক্যাপ
গরমে হুডি পড়ি, গাই বাংলা র‍্যাপ
Infinity aura bro, সবাই হইতে চায় আমার মতো
শুধু ক্রাশ কয় “Ewww তুমি খ্যাত”
রাস্তার রাজা, সোনামণি Imma Rapsta,
Google map use করি চিনিনা রাস্তা
Life প্যারাহীন নতুন দিন, নতুন Chapter
নতুন নতুন রূপে দেহি পুরাতন বাটপার
ক্রিটিকাল Autotune ডা বাড়ায় দে
লাইফ প্যারাহীন কোন চাপ না
ভাইস্তা দুই নাম্বার, চুল পাকনা
কি আসে তোর জীবনে
যেইডা গেসে ওইডা যাক না
লাইফ প্যারাহীন কোন চাপ না
ভাইস্তা দুই নাম্বার, চুল পাকনা
কি আসে তোর জীবনে
যেইডা গেসে ওইডা যাক না
ওস্তাদ ডাইনে প্লাষ্টিক
ট্যাকা সিনি মিনি করে পকেট ফাকা
টুকুর টাকুর র‍্যাপ কইরা ঘর তুলুম পাকা
ঢাকার হাওয়া লগে ডাস্টের shower
Asthma ফ্রিতে থাকা যেন থাকা Super Power
লোকাল বাসে সিট পাওয়া privilege
যাত্রাবাড়ী জেমে ধইরা কইরাইয়া দেই মেরেজ।
যত ঝাকি তত নেকি No Damarage।
কানে কানে জিগায় Flavour কোনটা Favourite.
ওস্তাদ এডি Average.
 
মামা চাচা আমার Avengers.
visa passport ছাড়া করি Adventure.
ক্লাসের টপার এহন টং এ বইয়া চা বেচে।
আমি Elon Musk র‍্যাপে, ক্লাসের Backbenchers.
 
জীন তারায় অরেই ধরসে জীনে
Date fail ও কিনে মাইনষে Discount দিলে
বয়স হওয়ার আগেই দেহি চাপায় মাড়ে ব্লেড পোলায়
বর্ষা কাল না আইতে দেহি ছাতা বেশি কিনে
লাইফ প্যারাহীন কোন চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
টেনশন নিতে নাই জীবনে
ডাক্তারি পইড়া করি গান বাজনা
লাইফ প্যারাহীন কোন চাপ না
পোলা দুই নাম্বার, চুল পাকনা
কি আসে আর জীবনে
যেইডা গেসে ওইডা যাক না
Written by: MD. Khaled Mahmud, Mijanur Rahman Rabbi
instagramSharePathic_arrow_out

Loading...