Songteksten
অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে
অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে
অসীম...
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে
একি শোভা, একি শোভা
অমৃতময় দেবতা সতত বিরাজে
এই মন্দিরে, এই সুধানিকেতনে
অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে
অসীম...


