Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Supratik
Performer
Gautam Debnath
Performer
Rabindranath Tagore
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Lyrics
Songteksten
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাবো কাহার হাতে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহালো
তোমার বুকে বাজলো ধ্বনি
বিদায়গাঁথা, আগমনী, কত যে
ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহালো
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে
সময় যে তার হল গত
নিশি শেষের তারার মতো হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো
বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাবো কাহার হাতে
আমার রাত পোহাল শারদ প্রাতে
আমার রাত পোহালো
Written by: Rabindranath Tagore


