Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Bappa Mazumder
Performer
COMPOSITION & LYRICS
Bappa Mazumder
Composer
Julfiqur Russe
Songwriter
Tekst Utworu
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
মনটা আমি রেখেছিলাম
তোমার কাছে জমা
তুমি তাকে কেটে ছিঁড়ে
দিলে দাঁড়ি-কমা
যে মনটা নিলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
আজকে তুমি কেমন করে
মন লাগাতে বলো
মন লাগিয়ে পাইনি ছুঁতে
দু'চোখ ভেজা জলও
যে মনটা ভাঙলে তুমি
সেই মনটা আজ কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
মন লাগাতে বলছো তুমি
মনকে আমি কোথায় পাবো
আমার যে আজ মনটাই নেই
কেমন করে মন লাগাবো
Written by: Bappa Majumdar, Zulfiqer Russell


