Kredyty
Tekst Utworu
মম রুদ্ধমুকুলদলে এসো, এসো, এসো সৌরভ-অমৃতে
মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে, এসো, এসো
এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি
এসো, এসো, এসো, এসো
মম মৌনী বীণার তারে তারে এসো সঙ্গীতে, এসো, এসো
মম রুদ্ধমুকুলদলে এসো, এসো, এসো সৌরভ-অমৃতে
নব অরুণের এসো আহ্বান
চিররজনীর হোক অবসান, এসো, এসো
এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়
এসো, এসো, এসো, এসো
সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে, এসো, এসো
মম রুদ্ধমুকুলদলে এসো, এসো, এসো সৌরভ-অমৃতে

