Kredyty
PERFORMING ARTISTS
Monir Khan
Performer
COMPOSITION & LYRICS
Rajesh Ghosh
Composer
Pradip Shaha
Songwriter
Tekst Utworu
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
কী দোষে বলো কাঁদালে আমায়
করলে আমার সাথে প্রতারণা
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
তোমাকে চিনতে করেছি ভুল
তাই তো দিয়ে যাই ভুলেরই মাশুল
তোমাকে চিনতে করেছি ভুল
তাই তো দিয়ে যাই ভুলেরই মাশুল
কষ্ট জমে আছে হৃদয়মাঝে
দুঃখ আমায় কভু ছাড়ে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
দিয়েছো আমায় কত প্রতিশ্রুতি
আজ সব হয়ে গেছে শুধুই স্মৃতি
দিয়েছো আমায় কত প্রতিশ্রুতি
আজ সব হয়ে গেছে শুধুই স্মৃতি
বাঁচবো কেমনে তোমাকে ছাড়া
সে কথা একটুও ভাবলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
কী দোষে বলো কাঁদালে আমায়
করলে আমার সাথে প্রতারণা
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
Written by: Pradip Shaha, Rajesh Ghosh

