Kredyty
PERFORMING ARTISTS
Debadrito Chattopadhyay
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Tekst Utworu
শীতের জীর্ণতা কে বিদীর্ণ করে
প্রকৃতির রঙ্গ মঞ্চে আর্বিভূত হন
ঋতুরাজ বসন্ত
রবীন্দ্রনাথ বলেছেন
বসন্ত আমাদের মনকে
চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়
বসন্তে আমাদের মন
অন্তঃপুর হইতে বাহির হইয়া যায়
বাতাসের উপরে ভাসিতে থাকে
বসন্তের সেই যৌবনের রং যেন
আমাদের জীবনকে ধৌত করে
শুদ্ধ করে দেহে মনে
সেই বর্ণময় রং-এর পরশে
যেন জাগরণ ঘটে আমাদের শুভ চেতনার
যে রং সর্ষে ক্ষতের সীমানায়
শাল বনের নীলাঞ্জনে
তাকেই আমাদের প্রস্ফুটিত প্রত্যয়
এর সাথে গ্রহন করি
অন্তর-বাহির সাদা কালো
মিলেমিশে এক আকার নিক
প্রার্থনা করি কবির কল্পনার বসন্তের রং
যেন আমাদের সারা জীবনকে রাঙ্গিয়ে তোলে
সে যেন আমাদের মর্মে লাগে
সকল কর্মে লাগে
সন্ধ্যা দীপের আগায় লাগে
গভীর রাতের জাগায় লাগে
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আসো
কেন মিছে হাসো
কাছে যে আসিত
সে তো আসিতে না চায়
আহা, আজি এ বসন্তে
সুখে আছে যারা
সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে
Written by: Rabindranath Tagore

