Kredyty
PERFORMING ARTISTS
Shaan
Performer
Palak Muchhal
Performer
Mimoh
Actor
Puja Bose
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Composer
Prasen
Lyrics
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Producer
Tekst Utworu
কক্ষনো না
যাবো না
তোমাকে ছেড়ে কোত্থাও যাবো না
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
এসে গেছে দিন, কত না রঙিন
নামে তোর এ শহর দেবো লিখে সব আমার
তুই এলি তাই, মন হলো ঠিক
কাছে তোর ঘুম-ঘোর, নেব চেয়ে যা চাওয়ার
চেনা তোর ইশারায় ফেলেছে কী জ্বালায়
এসেছে এ কী ঝড় অবেলায়!
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
তুই বর্ষা বিকেলের ঢেউ
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ
এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ
এলে তুই আমি ছুঁই এক লাফে তারাদের
এনে দেবো ফুল, ছাপিয়ে অকূল
জন্যে তোর হবে ভোর মায়া মিঠে রাতের
চেনা তোর ইশারায় ফেলেছে কি জ্বালায়
এসেছে এ কী ঝড় অবেলায়!
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
দিয়েছে কী হাওয়া, হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই?
আজ ১২ দিন হয়ে গেল রাজ ভার্মা খুন হয়েছে
খুনির কোনো হদিস পাওয়া যায়নি
Written by: Jeet Gannguli, Prasen

