Créditos
INTERPRETAÇÃO
Rezwana Choudhury Bannya
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
আমার মন কেমন করে
আমার মন কেমন করে
কে জানে, কে জানে
কে জানে কাহার তরে
মন কেমন করে
অলক পথের পাখি গেল ডাকি
গেল ডাকি সুদূর দিগন্তরে
আমার মন কেমন করে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায়, হাওয়ায়, হাওয়ায়
স্বপনবলাকা মেলেছে পাখা
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে
আমার মন কেমন করে
Written by: Rabindranath Tagore

