Créditos
INTERPRETAÇÃO
Antara Chowdhury
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Salil Chowdhury
Composição
Letra
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
মরীচিকা হয়ে সে শূন্যে মিলায়ে গেল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
মরীচিকা হয়ে সে শূন্যে মিলায়ে গেল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
সন্ধ্যা আকাশে নামে, পাখিরা কুলায় গেল
স্বপ্নবিহীন চোখে কুহেলী যে নেমে এলো
সন্ধ্যা আকাশে নামে, পাখিরা কুলায় গেল
স্বপ্নবিহীন চোখে কুহেলী যে নেমে এলো
কুহেলী যে নেমে এলো, কি করি বলো?
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
মরীচিকা হয়ে সে শূন্যে মিলায়ে গেল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
কি যেন পারিনি দিতে, ভুলে গেছি নিতে নিতে
স্মৃতিরাশি কাল হলো, চায় না যে যেতে দিতে
কি যেন পারিনি দিতে, ভুলে গেছি নিতে নিতে
স্মৃতিরাশি কাল হলো, চায় না যে যেতে দিতে
চায় না যে যেতে দিতে, কি করি বলো?
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
মরীচিকা হয়ে সে শূন্যে মিলায়ে গেলো
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
দু'নয়নে সাজানো স্বপ্ন রঙিন ছিল
Written by: Salil Chowdhury

