Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Jayati Chakraborty
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Rabindranath Tagore
Composição
Letra
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে
রাত্রি এসে যেথায় মেশে
সেইখানেতে সাদায় কালোয়
মিলে গেছে আঁধার আলোয়
সেইখানেতে সাদায় কালোয়
মিলে গেছে আঁধার আলোয়
সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে
রাত্রি এসে যেথায় মেশে
নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী
নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি
নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী
নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি
মুখের পানে তাকাতে যাই
দেখি-দেখি দেখতে না পাই
মুখের পানে তাকাতে যাই
দেখি-দেখি দেখতে না পাই
স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে
রাত্রি এসে যেথায় মেশে
Written by: Rabindranath Tagore, Sourav Chakraborty


